ভুটানে সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল করলেন ঋতুপর্ণাও
স্পোর্টস ডেস্ক: ভুটানের নারী ফুটবল লিগে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশের মেয়েরা। সোমবার পারো এফসি ১২-১ গোলে বিধ্বস্ত করেছে গেলেফু গার্লস একাডেমি অনূর্ধ্ব-১৭ ফুটবল ক্লাবকে।
এই ম্যাচে সাবিনা খাতুন হ্যাটট্রিকসহ চার গোল করেন। মাতসুশিমা সুমাইয়াও হ্যাটট্রিক করেছেন। শেরিং দুটি গোল করেন। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শারন।
ম্যাচের ৪১, ৪৩, ৬০ ও ৭৯ মিনিটে গোল করেন সাবিনা। সুমাইয়া ১০ ও ৫৩ মিনিটে জোড়া গোল করেন। হ্যাটট্রিক পূর্ণ করেন ৫৮ মিনিটে। শেরিংয়ের গোল দুটি ৪৯ ও ৫৫ মিনিটে।
ঋতুপর্ণা ২৪ মিনিটে, মনিকা ৪৭ মিনিটে ও শারন ৯০ মিনিটে গোল করেছেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মাতসুশিমা সুমাইয়া।
দ্বিতীয়বারের মতো ভুটানের নারী লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব সতীর্থদের।’
বিআলো/শিলি