ভারতকে কাঁদানো নায়ক বশিরকে আর পাচ্ছে না ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: চোট পেয়েছিলেন দুদিন আগেই। লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরতে গিয়ে পান ব্যথা। এরপর শোয়েব বশিরের সেই ব্যথা বেড়েছে। ওইদিনের পর দ্বিতীয় ইনিংসেও বল করতে পারেননি। কিন্তু শেষদিকে সফরকারী টেলএন্ডাররা যখন ইংল্যান্ডকে কাঁপিয়ে দিচ্ছিল, তখন চোট পাওয়া আঙুলেই জাদু দেখান।
লর্ডসে জাদেজা সর্বোচ্চটা দিয়ে লড়ছিলেন। ব্যবধান কমিয়েও এনেছিলেন। কিন্তু দুই টেলএন্ডার সেই ভরসা শেষ পর্যন্ত দিতে পারেননি। ভারতের তরি তীরে এসে ডোবানোর কারিগর বশিরকে নিয়ে অবশ্য দুঃসংবাদ আছে। আঙুলে অস্ত্রোপচার করতে হবে, তাতেই ছিটকে গেছেন বাকি দুই টেস্ট তথা ভারতের বিপক্ষে সিরিজ থেকে।
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ২২ রানের জয়ের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করতে হবে। এ সপ্তাহের শেষদিকে করা হবে এই অস্ত্রোপচার। যার কারণে সিরিজের বাকি অংশে বশিরকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে ইংল্যান্ডকে।
তিন টেস্টে বশির অবশ্য চমকপ্রদ কিছু করতে পারেননি। নিয়েছেন ১০টি উইকেট। তবুও লর্ডসের নায়ক বনে গেছেন। ভারতের টেলএন্ডার নিয়ে গড়া প্রতিরোধের দুর্গ ভেঙে দিয়েছেন। মোহাম্মদ সিরাজকে বোল্ড করে ভারতকে কাঁদিয়েছেন, ইংলিশদের এনে দিয়েছেন দারুণ এক জয়।
জাদেজার বীরত্ব বশিরের সাহসিকতায় মিয়ম্রাণ হয়ে গেছে। লর্ডসে গতকাল ‘বশির, বশির’ স্লোগান উঠেছিল। পাঁচ টেস্টের সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও প্রশংসা করেছেন বশিরের। একই সঙ্গে হতাশা ঝেড়েছেন, ‘ব্যাশের (বশির) জন্য ভালো খবর নয়। দল হিসেবে আমাদের জন্যও খুব হতাশার ব্যাপার। বড় ধাক্কা।’
গত কয়েক বছর ধরেই বশির স্পিন বিভাগে ইংল্যান্ডের বড় ভরসা। জ্যাক লিচকে পেছনে ফেলে জায়গাও অনেকটা পাঁকা করে নিয়েছেন। এবার তার জায়গায় হয়ত লিচকেই দলে টানবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
বিআলো/শিলি