ওসিসহ ৬ পুলিশ সদস্য ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৩ জুলাই। তবে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয় ১৪ জুলাই (সোমবার), যা গণমাধ্যমে প্রকাশ পায় মঙ্গলবার (১৫ জুলাই)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান আটক করে খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে ভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ দেখিয়ে চালক ও মালিক পক্ষের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়।
ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচার হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার দপ্তরের নির্দেশে ওসি ও আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সেই কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখিত, সম্প্রতি বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ব্যবস্থা গ্রহণে পুলিশের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিআলো/এফএইচএস