চট্টগ্রাম বন্দর ইজারার অপতৎপরতা বন্ধ ও ৯ দফা বাস্তবায়নের দাবিতে স্কপের র্যালি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একইসঙ্গে বন্ধ কলকারখানা চালু করা, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ সংগঠনটির ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা প্রেসক্লাবের সামনে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে। এটি শ্রমিকস্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতির জন্য হুমকি। এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
তারা আরও বলেন, দেশজুড়ে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কলকারখানা অবিলম্বে চালু করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
স্কপ-এর পক্ষ থেকে জানানো হয়, তারা ন্যায্য দাবি আদায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবে। যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে, তবে বৃহত্তর শ্রমিক আন্দোলনের ডাক দেওয়া হবে।
র্যালিতে অংশগ্রহণকারী শ্রমিকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে নানা স্লোগান দেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান।
বিআলো/এফএইচএস