• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাজীগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন 

     dailybangla 
    15th Jul 2025 6:03 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন নারায়ণগঞ্জ, জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৩টায় স্মৃতিস্তম্ভটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।

    এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, এ স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জুলাই গণআন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ইতিহাস চর্চা ও গবেষণাকে উৎসাহিত করা হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930