নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাতার মৃত্যুতে নৌপরিবহন উপদেষ্টার শোক প্রকাশ
dailybangla
15th Jul 2025 6:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এর মাতা নুরুন নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ এক শোকবার্তায় নৌপরিবহন উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নুরুন নাহার বেগম আজ ভোর ৪টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে, ছয় মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিআলো/তুরাগ