মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যা: মহিন আবারও পাঁচদিনের রিমান্ডে
ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতায় নৃশংস হত্যাকাণ্ড, গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কংক্রিট বোল্ডার দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মাহমুদুল হাসান মহিনকে আবারও পাঁচদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) পাঁচদিনের প্রথম দফার রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার ওসি মনিরুজ্জামান তদন্তের স্বার্থে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদকে (সোহাগ) নৃশংসভাবে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করে।
হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
বিআলো/এফএইচএস