‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
dailybangla
15th Jul 2025 7:12 pm | অনলাইন সংস্করণ
সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার, ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী ১৬ জুলাই (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বিআলো/এফএইচএস