চাঁদপুরে পারিবারিক কলহে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। এতে মেয়েটি মারা গেছেন, আর মায়ের অবস্থা আশঙ্কাজনক। মৃত মেয়ের নাম জান্নাত আক্তার (১৮)। তার মা পারুল বেগম (৪৫) বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার রাড়ি বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পারুল বেগম স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জয়নাল আবেদীনের পরিবারে কলহ লেগেই ছিল। মঙ্গলবার সকালে পারুল ও জান্নাতের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে জান্নাত ঘরে থাকা কীটনাশক পান করেন। মেয়েকে বিষপান করতে দেখে পারুল বেগমও একই পথ বেছে নেন।
বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দু’জনকেই চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত আক্তারের মৃত্যু হয়।
জান্নাতের বাবা জয়নাল আবেদীন জানান, আমার মেয়ে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত। সকালে নামাজ পড়ে বাজারে গিয়েছিলাম, তখনই ফোনে জানতে পারি ওরা দুজনেই বিষ খেয়েছে।
তিনি বলেন, তাদের দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিই, সেখান থেকে চাঁদপুরে পাঠানো হয়। মেয়ে আর বাঁচল না। এখনও স্ত্রীর জ্ঞান ফেরেনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, পারিবারিক কলহের জেরে মা-মেয়ে বিষপান করেন। মেয়েটি মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বিআলো/এফএইচএস