জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মৃত্যুবরণ করেছেন। তিনি ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ১৩ জুলাই রাতে কক্সবাজার সদরের ফাতেরঘোনা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
রহিম উদ্দিন সিকদারের ভাই ও ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। আমার ভাইকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। হামলাকারীরা সবাই পরিচিত। এদের নেতৃত্বে ছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল নোমান ও তার জামাতা মিজান।
তিনি আরও জানান, হামলায় রহিম উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন। প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় কক্সবাজার জেলা বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ভারুয়াখালী যুবদলের সাবেক সভাপতি রহিম সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামায়াত নেতারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় বিএনপি নেতারা জানান, রহিম উদ্দিন ছিলেন দলের একজন সক্রিয় ও জনপ্রিয় সংগঠক। তার সামাজিক গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য। অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জামায়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তিনি বর্তমানে পলাতক বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, এই ঘটনায় অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
বিআলো/এফএইচএস