• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণসহ রহস্যময় নারী আটক 

     dailybangla 
    15th Jul 2025 8:03 pm  |  অনলাইন সংস্করণ

    লঞ্চঘাটে ধরা পড়ল: ২০০ স্বর্ণের আংটি সহ গোপন চালান

    এস এম আলমগীর চাঁদ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাজিরহাট লঞ্চঘাট থেকে প্রায় ৪৮ ভরি স্বর্ণসহ এক নারীকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার (তারিখ দিন) সন্ধ্যা ৬টার দিকে আমিনপুর থানাধীন ওই লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    আটককৃত নারী মোছাঃ করুনা (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরহাট লঞ্চঘাট হয়ে নিয়মিত যাতায়াতকারী ওই নারীর আচরণে সেদিন অসঙ্গতি ধরা পড়ে ঘাট কর্তৃপক্ষের চোখে। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে ঘাটের পল্টনের ওপরেই জনসমক্ষে তার ব্যাগ তল্লাশি চালায়।

    তল্লাশিতে নারীটির লাল রঙের ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ ও তুলা দিয়ে মোড়ানো ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এগুলো যাতে সহজে চোখে না পড়ে সেজন্যই এমনভাবে প্যাক করা হয়েছিল।

    কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক অরবিন্দ সরকার বলেন, “সন্দেহভাজন নারীকে আটক করার পর ঘাটের এক হোটেলের নারী কর্মীর মাধ্যমে তার দেহ তল্লাশি করানো হয়। এ সময় তার ব্যাগ থেকে ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। এরপর জনসমক্ষে এক স্বর্ণকার ডেকে এনে সেগুলোর পরীক্ষা ও ওজন করা হয়। ওজনে আংটিগুলোর মোট ৪৮ ভরি ১৪ আনা ধরা পড়ে, যার বাজারমূল্য আনুমানিক ৫৬ লাখ ৮০ হাজার টাকা।”

    তিনি আরও বলেন, “আটক নারীর কাছে স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র ছিল না। আমরা ধারণা করছি এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ। আসামি বর্তমানে আমিনপুর থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930