আইনশৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া: দেশব্যাপী প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ মার্কেটের সামনে জড়ো হন জেলা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সালাউদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও মো. আরমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জামায়াত ও এনসিপি মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। পাশাপাশি বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই সহ্য করা হবে না।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/এফএইচএস