জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা দিলো ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা
আবুবকর সম্পদ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য (ভিসি) ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই তালা দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে, গত ১০ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি অংশ ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে ১৩ জুলাই শিক্ষার্থীরা শহীদ সাজিদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং দাবি না মানলে ভবনে তালা দেওয়ার আল্টিমেটাম দেয়। পরে প্রশাসন তদন্ত কমিটি গঠন ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে তারা।
তবে অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি হামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা শুরু করেছে। এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও বিচার হচ্ছে না। অপরাধীদের নাম প্রকাশ না করে গোপনে জানানো হবে, এমন প্রস্তাব দিয়েছে প্রশাসন। এতদিন আমাদের আশ্বাস দিয়ে রেখেছে, কিন্তু আজ দেখলাম, তারা বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। তাই বাধ্য হয়েই আমরা ভিসি ভবনে তালা দিয়েছি।
শিক্ষার্থীরা বলছে, সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান চালিয়ে যাবে। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিআলো/এফএইচএস