জামালপুরে শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত
মো. রাকিব হাসান জামালপুর: ২৪ জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে জামালপুর জেলায় সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল বাদ আসর সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে জুুলাই-আগস্ট ২৪ এর বিপ্লবী গণঅভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম সদস্য শাকিল হাসানের নেতৃত্বে সদর উপজেলার শ্রীরামপুরে শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন শহীদ সাফওয়ান আখতার সদ্যের জেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নুর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময় ও রাকিবুল ইসলাম রাকিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাফওয়ান আখতার সদ্য। তিনি জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র পুত্র ছিলেন।
বিআলো/তুরাগ