• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড 

     dailybangla 
    16th Jul 2025 5:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    বুধবার দুপুরে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়-গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিচ্ছি।

    আমাদের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অবিলম্বে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

    উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল গোপালগঞ্জ শহরে। সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির পক্ষ থেকে কর্মসূচি সফল করার প্রচার চালানো হচ্ছিল।

    বুধবার সকালে শহরে প্রবেশের আগেই এনসিপি নেতাদের গাড়িবহরের পথরোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। কিছু সময় পর ইউএনওর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

    দুপুর দেড়টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশ মঞ্চে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। ভাঙচুর করে মঞ্চ, চেয়ার, সাউন্ড সিস্টেম এবং নেতাকর্মীদের উপর চালানো হয় শারীরিক হামলা।

    সমাবেশ শেষে পুলিশের পাহারায় টেকেরহাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপির গাড়িবহরে আবারও হামলা হয়। এতে পুলিশ, সেনাবাহিনী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং মুহূর্তেই গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

    চলমান সহিংসতার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে। টহল জোরদার করা হয়েছে এবং জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031