জুলাই শহীদ দিবসে রাজশাহী জেলা প্রশাসনের স্মরণসভা ও দোয়া মাহফিল
রাজশাহী প্রতিনিধি: জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা জুলাই আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্মরণসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
এছাড়াও শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস