পাবনায় ট্রাকের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন ভ্যানচালকের
এস. এম. আলমগীর চাঁদ, পাবনা: পাবনার কাশিনাথপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক মোজাম্মেল হোসেন (৫৫) ভয়াবহভাবে নিহত হয়েছেন। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোজাম্মেল আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা আঞ্চলিক মহাসড়কের কাশিনাথপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাক মোজাম্মেল হোসেনের ভ্যানে ধাক্কা দিলে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও গাড়িটি পালিয়ে যায়।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জমোস্তফা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
বিআলো/এফএইচএস