• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এনসিপির কর্মসূচিতে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ বিএনপির 

     dailybangla 
    16th Jul 2025 6:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী স্বৈরাচারী গোষ্ঠীর পতনের পরেও দুষ্কৃতকারীরা আবারও দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

    মির্জা ফখরুল বলেন, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

    তিনি এই সহিংসতার জন্য ‘আওয়ামী লীগের দোসরদের মরণকামড়’ কে দায়ী করেন এবং বলেন, তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলতে চায়।

    বিএনপি মহাসচিব দৃঢ়ভাবে বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

    বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এছাড়াও তিনি আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

    এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে এমন সময় যখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার সহিংসতা রোধে কঠোর অবস্থান নিয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031