উত্তরায় ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি: হাসনাত-সার্জিসের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ
সীমা আক্তার: এনসিপি নেতা হাসনাত-সার্জিসের গাড়ি বহরে হামলার তীব্র প্রতিবাদের মধ্যে রাজধানীর উত্তরায় বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় ছাত্র ও জনতা। ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার (আজ) বিকেল ৫টায় উত্তরা বিএনএস সেন্টার এলাকায় ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৃহত্তর উত্তরার ছাত্রসমাজ।
আয়োজক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালগঞ্জে হওয়া এ হামলাকে তারা “গণতন্ত্রের ওপর বর্বর আঘাত” হিসেবে দেখছেন। শিক্ষার্থী ও যুব সমাজের দাবি, এ হামলা কেবল একজন রাজনৈতিক নেতার ওপর নয়, বরং দেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
স্থানীয় এক ছাত্রনেতা বলেন, “হাসনাত-সার্জিসের গাড়ি বহরে এভাবে সশস্ত্র হামলা প্রমাণ করে, বর্তমান শাসনব্যবস্থা ভিন্নমতকে দমন করতে মরিয়া। আমরা এই ঘটনার বিচার চাই। আজকের এই ব্লকেড কর্মসূচি তারই অংশ।”
জানা গেছে, উত্তরা ১, ৩ এবং ৭ নম্বর সেক্টর থেকে ছাত্র-জনতা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মসূচির ডাক ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণদের অংশগ্রহণে আহ্বান জানানো হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা পশ্চিম থানা ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
ঘটনার জেরে উত্তরা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং পরিস্থিতির দিকে সবার নজর রয়েছে।
বিআলো/তুরাগ