ঝালকাঠিতে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ
ঝালকাঠি প্রতিনিধী: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড়ে আন্দোলনকারীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ফ্যাসিবাদ নিপাত যাক, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না ছাত্রসমাজ-এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
আন্দোলনের বিষয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর যদি প্রশাসন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিত, তাহলে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এমন বর্বর হামলা হতো না। দ্রুত হামলাকারীদের বিচার না হলে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়বে।
ব্লকেডের ফলে মহাসড়কে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এই অবরোধ চলার পর স্থানীয় প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গোপালগঞ্জের হামলার বিচার নিশ্চিত না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসবে।
এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
বিআলো/এফএইচএস