উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন
dailybangla
17th Jul 2025 1:58 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই। বুধবার (১৬ জুলাই) মধ্যরাতে তিনি মারা গেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বিবৃতিতে অমিত রঞ্জন দে বলেছেন, ‘গত ১৬ জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে উদীচী পরিবারের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের মরদেহ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সবাইকে সেখানে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিআলো/শিলি