• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিরাপদ সড়কের বার্তা নিয়ে বিআরটিএর ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন 

     dailybangla 
    17th Jul 2025 2:07 pm  |  অনলাইন সংস্করণ

     ইসমাইল হোসেন : গত বুধবার জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নিরাপদ সড়ক গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ থেকে ঢাকার বিভিন্ন বাস ও ট্রাক টার্মিনালে শুরু করেছে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন।

    এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আজ সকাল থেকে চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও সরাসরি সচেতনতামূলক প্রচার চালানো হয়। এসব লিফলেটে ছিল জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছবি এবং নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা নানা বার্তা।

    ক্যাম্পেইনের তদারকির দায়িত্বে ছিলেন বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব এ. এস. এম. কামরুল হাসান। তার নেতৃত্বে সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহাখালী টার্মিনালে উপস্থিত চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে সরাসরি সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয় এবং সচেতনতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়।

    বিআরটিএ’র পক্ষ থেকে মোটরযান চালকদের প্রতি আহ্বান জানানো হয়— তারা যেন ট্রাফিক আইন মেনে চলে, চালনার পূর্বে গাড়ির যান্ত্রিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে এবং যাত্রাপথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। একইভাবে মালিকদেরকে তাদের যানবাহন নিয়মিত ফিটনেস পরীক্ষার আওতায় আনার আহ্বান জানানো হয়। যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন চালকদের ওপর অযথা চাপ প্রয়োগ না করেন এবং নিজেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন থাকেন। পথচারীদেরকে সড়ক পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহারের গুরুত্ব বোঝানো হয়।

    এই কর্মসূচির মাধ্যমে বিআরটিএ প্রমাণ করেছে, তারা শুধু আইন প্রয়োগে নয়, সচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেও নিরাপদ সড়ক গঠনে সক্রিয়। এই ধরনের উদ্যোগ নিয়মিত গ্রহণ করা হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

    আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ দেশের অন্যান্য বিভাগীয় ও সার্কেল অফিসের আওতাধীন বাস/ট্রাক টার্মিনালগুলোতেও একই ধরনের ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

    বিআরটিএ’র এই প্রশংসনীয় উদ্যোগ সবার মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে— “নিরাপদ সড়ক গড়তে চাই, সচেতনতা বাড়াতে হবে সবাইকে!”

    ইমরান/বি আলো

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930