• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে: আমিনুল হক 

     dailybangla 
    17th Jul 2025 10:55 pm  |  অনলাইন সংস্করণ

    গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা

    এস এম শাহজালাল সাইফুল: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে।

    বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’তে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ তুলে ধরে আমিনুল হক বলেন, “রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।”

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া—এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।”

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য ও অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, “তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।”

    দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—জনগণই এদেশের সকল ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।”

    সভায় তিনি আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৩টায় মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১১, ১০ নম্বর গোল চত্বর, কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে বিএনপির মৌন মিছিল। এছাড়া ১ আগস্ট উত্তরার পলওয়েল মার্কেটের সামনে জনসভা এবং ৬ আগস্ট বিজয় র‍্যালির কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

    মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আমিনুল হক বলেন, “বিভিন্ন এলাকায় মাদকের প্রবাহ বেড়ে গেছে, এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে। এখনই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

    ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বর্তমান কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লাসহ বিএনপির মহানগর নেতৃবৃন্দ ছাড়াও থানা, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031