জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
এস এম শাহজালাল সাইফুল: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, “জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে।” তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই বিপ্লব শহীদদের আত্মত্যাগ আমাদের চলার পথে নতুন প্রেরণা যুগিয়েছে।”
বুধবার (১৬ জুলাই) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহীদদের। ২০২৪ সালের এই বিপ্লব বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের পথ তৈরি করেছে। এই শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমি উপদেষ্টা হতে পেরেছি। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা উচিত।”
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, শহীদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়ামুখী যুব সমাজ গড়ার লক্ষ্যে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্টসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সূচনালগ্নেই সমাজে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় গড়ে উঠেছিল। রংপুরে আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থানের ভিত্তি স্থাপিত হয়।”
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়। মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস, মো. মনিরুল ইসলাম, প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, অতুল সরকার ও মো. মমিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিআলো/তুরাগ