২৪-এর চেতনা বিক্রি করে খাওয়ার জন্য নতুন গোষ্ঠী একত্রিত হয়েছে: নাসির খন্দকার
ফেনীতে যুবদলের বিক্ষোভ
আজমির মিশু, ফেনী: সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ফেনী জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরীসহ জেলার সকল পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের মিজান রোড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ট্রাংক রোডে এসে শেষ হয়। পরবর্তী সময়ে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক নাসির খন্দকার তার বক্তব্যে বলেন,
> “গত ১৭ বছর ধরে একটি দল ‘৭১-এর চেতনা’ বিক্রি করে রাজনীতি করেছে, তাদের পরিণতি আজ জনসম্মুখে—তারা পালিয়ে বেড়াচ্ছে। এখন আরেকটি রাজনৈতিক দল ‘২৪-এর চেতনা’ বিক্রি করে খাওয়ার জন্য গোষ্ঠীবদ্ধ হয়েছে। তাদের পরিণতিও একই হবে।”
তিনি আরও বলেন, “আমরা ৫ আগস্ট পূর্ববর্তী সকল হত্যার বিচার চাই। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ওপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।”
নাসির খন্দকার অভিযোগ করে বলেন, খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে জামায়াত-শিবিরের ইন্ধনে হত্যা করা হয়েছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, হত্যাকাণ্ডের দায়ীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে।
বিআলো/তুরাগ