এখন শান্ত ও নিয়ন্ত্রণে আছে গোপালগঞ্জের পরিস্থিতি : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন অনেকটাই শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “গতকাল এনসিপির সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ২ জনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও ৩ জনকে রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে করা অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, “বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সাথে কাজ করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। অন্যায়কারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত সব অপরাধী ধরা না পড়বে, ততদিন অভিযান চলবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনাবলী সরাসরি সম্প্রচারে অংশ নেওয়া সাংবাদিক ও টিভি চ্যানেলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে, তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
বিআলো/তুরাগ