বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
এফ এইচ সবুজ : মানবকল্যাণ ও লোকসংস্কৃতির বিকাশে কাজ করা ‘বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণের গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভা ও সিলেকশন নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাউল শিল্পী গোলাম লতিফ সরকার। সাধারণ সম্পাদক হয়েছেন লোকসংস্কৃতি সংগ্রাহক রফিক সরকার। সাংগঠনিক সম্পাদক রতন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক জহির পাগল, মহিলা সম্পাদিকা লিপি সরকার এবং কোষাধ্যক্ষ পদে বিজয় দাস নির্বাচিত হয়েছেন। মোট ১৩০ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভা শুরু হয় প্রয়াত বাউল শিল্পী চান মিয়া বয়াতির স্মৃতির প্রতি শোক নিবেদনের মাধ্যমে। পাগল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাউল ও লোকসংস্কৃতির ঐতিহ্য রক্ষা, শিল্পীদের কল্যাণ এবং বাউল গানের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের বাউল ও লোকশিল্পীদের স্বার্থরক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে।
বিআলো/এফএইচএস