গোপালগঞ্জে আজ ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পাটির সমাবেশ ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় জারি করা কারফিউ জারির তৃতীয় দিনে৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুনরায় কারফিউ চলবে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে এ তথ্য জানা গেছে।
বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কারফিউয়ের আজ চলছে তৃতীয় দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের কারফিউ জারি করে প্রশাসন। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হবে। এরপর তিন ঘণ্টার বিরতির পর শুক্রবার দুপুর ২টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থকবে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তবে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও কিছু ভ্যানচালক। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের কাঁচাবাজার ও পাইকারি দোকানে কিছুটা ভিড় দেখা গেছে।
সকালে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি।
বিআলো/শিলি