গাইবান্ধায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মাণের দাবিতে ‘সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চে’র আয়োজনে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাডভোকেট ফারুক কবীর, সোমা ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্ধগঞ্জের রংপুর চিনিকলের জমিতে ইপিজেড নির্মাণ নিয়ে সাঁওতালদের বাধা রয়েছে। মামলা, হামলা নিয়ে ইপিজেট নির্মাণ হলে সাঁওতালদের বাধার মুখে পড়তে হবে। অন্যদিকে প্রস্তাবিত রংপুর ইপিজেড গাইবান্ধার পলাশবাড়ি সাকোয়া ব্রিজ এলাকায় বিশাল সরকারি জমিতে বাস্তবায়ন করা হলে জেলার ৭ উপজেলার মানুষ উপকৃত হবে।
বিআলো/শিলি