তুরস্কে আইএস-বিরোধী অভিযানে ১৫৩ জন সন্দেহভাজন গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টতার অভিযোগে ১৫৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত দুই সপ্তাহে দেশটির ২৮টি প্রদেশে পরিচালিত অভিযানে এদের গ্রেফতার করা হয়। অভিযান চালানো হয় ইজমির, মুগলা, হাতায়, মারদিন ও সামসুনসহ বিভিন্ন এলাকায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযানে অংশ নেয় তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো। অভিযুক্তরা আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারপন্থি বাহিনীর ওপর আইএস হামলার দায় স্বীকারের পর থেকেই তুরস্কে আইএস-বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
