জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় ছাত্র জমিয়তের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি জাতিসংঘ অফিস স্থাপনকে ‘চরম আত্মঘাতী ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ’ উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও মুসলিমপ্রধান রাষ্ট্র। জাতিসংঘের ব্যানারে পশ্চিমা এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের ধর্ম, সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি হস্তক্ষেপ।
তিনি আরও বলেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেনসহ বহু মুসলিম দেশে মানবাধিকার লঙ্ঘনের সময় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। অথচ এখন তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষার কথা বলছে-যা দ্বিচারিতা ও জাতীয় স্বার্থের পরিপন্থী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল্লাহ গাজীপুরী, মাওলানা ইদ্রিস কাসেমী এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ-আব্দুল্লাহ আল মাহফুজ, নূর হোসাইন, বায়েজিদ আল হোসাইন, রাহেবুল ইসলাম, ইয়াসীন আরাফাত, সাদ জুন্নুর ও জাহিদুল ইসলাম প্রমুখ।
বিআলো/এফএইচএস