মিয়ানমারে সিমেন্ট পাচারকালে ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি সিমেন্টের বিনিময়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক আমদানি প্রতিরোধে মিয়ানমারে পাচারকালে ১৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে টহল চলাকালে একটি কাঠের নৌকা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয় এবং সঙ্গে থাকা পাচারকারী ৫ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে সিমেন্ট পাচার করে বিনিময়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে এনে আসছিল।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকারীরা এবং পাচারে ব্যবহৃত নৌকাটির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস