জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনী জেলা বিএনপির মৌন মিছিল
আজমির মিশু,ফেনী: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনী জেলা বিএনপির উদ্যোগে শহরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১৮ জুলাই ফেনী প্রেস ক্লাব এর সামনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন এর নেতৃত্বে মৌন মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়,অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল উদ্দিন ভিপি,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার,সদস্য সচিব নঈম উল্ল্যাহ চৌধুরী বরাত,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক কায়সার আহমেদ এলিন,জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন,সাধারণ সম্পদক মোরশেদ আলম মিলন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ মৌন মিছিলে অংশগ্রহণ করে।
এতে বিএনপির নেতৃবৃন্দরা বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন,গত ১৭ বছরের আওয়ামিলীগ বড় টার্গেট ছিল বিএনপি,৫ আগষ্টের পরবর্তীতে ও একটি রাজনৈতিক মহল বিএনপির পিছনে উঠে পড়ে লাগছে,বক্তারা আরও বলেন বিএনপির গত ১৭ বছরে বিএনপির উপর যে জেল,জুলুম,নির্যাতন সহ বিভিন্ন হত্যাকাণ্ড,গুম,খুন করা হয়েছে বলে তুলে ধরেন। সুতরাং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ নেই,বিএনপি জনগণের দল, এদেশের মানুষের কল্যাণে অতীতে ও কাজ করে গেছে,ভবিষ্যতে ও জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।মৌন মিছিলটি শহরের ট্রাংক রোড থেকে শুরু করে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে,শেষে ফেনী প্রেস ক্লাবের সামনে গিয়ে আলোচনার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
ইমরান/বি আলো