• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিল্প হোক সংকীর্ণ রাজনীতি মুক্ত: শারমীন এস মুরশিদ 

     dailybangla 
    19th Jul 2025 10:24 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশটাকে পেয়েছি, এবার নতুন করে দেশটাকে গড়ে তুলতে চাই।” তিনি ২৪ জুলাই আন্দোলনের যোদ্ধা ও নিহত শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং স্যালুট জানান।

    আজ (১৯ জুলাই) সাভারের গেন্ডা বালুর মাঠে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে শহিদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ (এনডিসি, পিএসসি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

    সমাবেশে ঢাকা জেলার বিভাগীয় কমিশনার, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এবং সাভারের শিল্পাঞ্চলের বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

    শারমীন এস মুরশিদ বলেন, “আমরা চাই শিল্পের বিকাশ, চাই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প তৈরি হোক। এর জন্য শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ থাকতে হবে। শ্রমিক চায় ট্রেড ইউনিয়ন, কিন্তু সেটা হতে হবে দায়িত্বশীল, শিল্পবান্ধব।”

    তিনি আরও বলেন, “৫৪ বছরে বারবার আমরা রাজনৈতিক ব্যর্থতার শিকার হয়েছি। সংকীর্ণ দলীয় রাজনীতি নয়, শ্রমিকদের কল্যাণ এবং শিল্পের প্রসারে হবে সত্যিকারের রাজনীতি। শিল্প হোক রাজনীতি মুক্ত, ইউনিয়ন হোক শিল্পের কণ্ঠস্বর।”

    নারী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “৮০ শতাংশ গার্মেন্টস কর্মী নারী, যারা দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের স্বাস্থ্য, সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে আমার মন্ত্রণালয় কাজ করে যাবে।”

    সমাবেশে বক্তারা শ্রমিক-মালিক সম্পর্কের ভারসাম্য, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031