• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করে না ইসরাইল 

     dailybangla 
    20th Jul 2025 1:09 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: বাশার আল আসাদের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপরও ভরসা রাখতে পারছে না ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ মন্তব্য করেছেন।

    ওয়াশিংটনে মার্কিন সিনেটর টেড ক্রুজের সঙ্গে বৈঠকে আহমাদ শারাকে জিহাদিগোষ্ঠী-নির্ভর নেতা বলে উল্লেখ করে তার ওপর অবিশ্বাসের শঙ্কা প্রকাশ করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, বাশার আল আসাদের মতো সিরিয়ার নতুন সরকারের ওপরও ইসরাইলের আস্থা নেই।

    কাৎজ বলেন, তিনি (আল শারা) জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরাইলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন।

    চার দশকের একনায়কতন্ত্রের পতনের পর গেল ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় আসে আহমেদ আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এক বছরও পেরোয়নি, তার আগেই দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদা জ্বলছে সাম্প্রদায়িক সংঘর্ষে।

    দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরাইল। টানা কয়েকদিনের সংঘাতের পর শনিবার দুইপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এই সংকটময় মুহূর্তে সিরীয় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবিরতিতে সকল পক্ষের পূর্ণ সহযোগিতার আহবান জানান তিনি।

    তিনি বলেন, ‘স্থানীয় গোত্রগুলোর সাহসিক অবস্থানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তবে আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেনো তারা পুরোপুরি যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং সরকারের নির্দেশনা মেনে চলে।’

    শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গোলাবর্ষণ আর গুলির শব্দে কেঁপেছে সুয়েইদা ও পার্শ্ববর্তী ওয়ালঘা শহর। ঘটনাস্থলে বন্দুকধারী বেদুইন যোদ্ধারা এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মুখোমুখি যুদ্ধে জড়ায়। বেদুইনরা বলছে, তারা সুইয়েদা দখল না করা পর্যন্ত থামবে না।

    এরমধ্যেই, ইসরাইলি সেনাবাহিনী গোলান মালভূমির কাছে ব্যারিকেড বসিয়ে দ্রুজ বিক্ষোভকারীদের প্রতিরোধ করছে। ইসরাইলি সেনাদের দাবি, মজদাল শামস এলাকায় অন্তত ডজনখানেক দ্রুজ বিক্ষোভকারী সিরিয়ায় ঢুকে তাদের ওপর হামলা চালায়। তেল আবিব এ ঘটনাকে দ্রুজদের রক্ষার অজুহাত দেখিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কসহ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।   সূত্র: আনাদোলু এজেন্সি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031