নারায়ণগঞ্জে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর জেলা প্রশাসকের
মনিরুল ইসলাম মনির, নারায়ণগঞ্জ: সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমে কোনো লুকোচুরি নেই। এগুলো জনগণের সামনে তুলে ধরলে তারা সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয় এবং এতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়।”
রবিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি। এগুলোর বিলুপ্তি আমাদের পরিবেশ ও আমিষ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেজন্য এদের সংরক্ষণ এখন সময়ের দাবি।”
সভায় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ গঠন, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, “এসব উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখছে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়ন, নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির এই সভার মূল উদ্দেশ্য হলো জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে সরকারের পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করা।
বিআলো/তুরাগ