• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক রিয়াদ তালুকদারের পরিবার 

     dailybangla 
    20th Jul 2025 9:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন এবং জনবহুল প্রচারিত নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার (সাবেক) আর এম সালেহ আকরাম তালুকদার রিয়াদ তালুকদারের অবস্থান শনাক্তে তার সাবেক কর্মস্থল এবং তার বাসার ঠিকানায় একাধিকবার খোঁজ নিতে দেখা গেছে অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে। তারা রিয়াদ তালুকদারের সহকর্মী এবং বাসার আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে অবস্থান সম্পর্কে জানতে চাইছে। কি কারণে রিয়াদ তালুকদারকে খুঁজছে কারা এ বিষয়ে সেসব ব্যক্তিদের কোন পরিচয় পাওয়া যায়নি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা বা অন্য কোন ব্যক্তি কি কারণে তার খোঁজ করছে এ বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

    এ কারণে সাংবাদিক রিয়াদ তালুকদারের বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজন অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছে। চলতি বছরের ২৫ জুন মিরপুরের বাসায় খোঁজ নিতে যায় চার-পাঁচজনের একটি গ্রুপ। এ সময় রিয়াদ তালুকদারের বিষয়ে আশপাশের লোকজনদের কাছ থেকে জানতে চায় তারা।  এছাড়া গত বছর ২০২৪ সালের অক্টোবর মাসে তার সাবেক কর্মস্থল বাংলা ট্রিবিউনে তার অবস্থান সম্পর্কে জানতে একাধিক ব্যক্তি রিয়াদ তালুকদারের অবস্থান সম্পর্কে জানতে চায় তার সহকর্মীদের কাছে থেকে। এ ধরনের ঘটনার কারণে বিদেশে অবস্থানরত সাংবাদিক রিয়াদ তালুকদার মানসিকভাবে ভেঙে পড়েছে।

    বাংলা ট্রিবিউন এবং বাংলাভিশনে সাংবাদিকতার সময় অপরাধ বিষয়ক সাংবাদিকতায় অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সাংবাদিক রিয়াদ তালুকদার। এরপর থেকেই নানা ধরনের হুমকি নির্যাতনের শিকার হয় এই সাংবাদিক।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031