উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত দেরশতাধিক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৫০-এর বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, হাসপাতালগুলোতে আহতদের স্বজনদের ভিড় এবং কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিআলো/এফএইচএস