বাইকের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবেন
বিআলো ডেস্ক: ইঞ্জিন অয়েল মোটরবাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রতিটি মোটরবাইকের জন্য নির্দিষ্ট পরিমাণের ইঞ্জিন অয়েল যেমন প্রয়োজন তেমনই নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটাও খুবই প্রয়োজন।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার। কিন্তু অনেকেই জানেন না, কখন মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বদলানো উচিত।
মোটরবাইকের ভালো পারফরম্যান্স ও ইঞ্জিনের দীর্ঘস্থায়ী নিশ্চিত করতে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সাধারণত নতুন মোটরসাইকেলের ক্ষেত্রে প্রথম ৫০০-১০০০ কিলোমিটার চালানোর পরই প্রথমবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত। এরপর নিয়মিতভাবে প্রতি ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার ব্যবধানে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরামর্শ দেন।
মোটরবাইকের ইঞ্জিন অয়েল সম্পর্কে এই ৪টি বিষয় জেনে রাখুন।
ইঞ্জিনের আওয়াজ: যদি মোটরবাইকের ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিক হয় তাহলে বুঝবেন অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। আসলে ইঞ্জিনের ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো যখন কম লুব্রিকেট থাকে তখন স্বাভাবিকের থেকে বেশি শব্দ তৈরি করে। তাই এ সময় ইঞ্জিন লুব্রিকেট করা অর্থাৎ ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি।
অয়েলের রঙ কালো হয়ে যাওয়া: ইঞ্জিন অয়েল পরীক্ষা করার সময় মোটরসাইকেলে ডিপস্টিক দেয়া হয়। ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডিপস্টিক দিয়ে ইঞ্জিন অয়েল যাচাই করুন। যদি দেখেন ইঞ্জিন অয়েলের রঙ কালো হয়ে গেছে তাহলে বুঝবেন এতে ময়লা এবং ধুলো-বালি জমেছে। এ ক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি।
ইঞ্জিন অয়েল যাচাই: প্রয়োজনে ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটি মোটামুটি লেভেল থেকে কমে যেন না যায়। যদি দেখেন লেভেল কম তাহলে ইঞ্জিন অয়েল বদলে নেয়া উচিত।
ওয়ার্নিং লাইট: বর্তমানে যে সব মডার্ন মোটরসাইকেল বিক্রি হয় সেগুলোতে এক ধরনের সেন্সর থাকে যা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে থাকা ওয়ার্নিং লাইটের মাধ্যমে তেলের অবস্থা জানাতে পারে। এই ফিচার যদি আপনার মোটরসাইকেলে থাকে তাহলে বুঝতে পারবেন ঠিক কোন সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত।
ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কী হয়?
ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, ভিতরে থাকা যন্ত্রগুলো লুব্রিকেট না হওয়ায় তাদের মধ্যে ঘর্ষণ তৈরি হয়। সর্বোপরি মোটরসাইকেলের পারফরম্যান্স কমে যায়। তাই প্রয়োজন অনুসারে ইঞ্জিন অয়েল দ্রুত বদলে নেয়া উচিত।
বিআলো/শিলি