বিমান দুর্ঘটনায় গভীর শোক ও তদন্ত দাবি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সারা জাতি শোকে মুহ্যমান। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এ দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।
সোমবার (২১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়ে এতজন সম্ভাবনাময় শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা জাতিকে শোকাহত করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকাহত পরিবারগুলোকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দেন।
তারেক রহমান আরও বলেন, আজকের এই বিমান দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত—যাতে প্রকৃত কারণ উদ্ঘাটন করে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ী এলাকায় উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আইএসপিআর সূত্রে জানা যায়, এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী।
বিআলো/এফএইচএস