বন্দরে অবৈধ চুনা কারখানায় তিতাসের অভিযান
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে
মো. মনির হোসেন নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনা তৈরির কারখানায় অভিযান চালিয়ে সেটি গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুনের নেতৃত্বে এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমিন খাঁনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে কারখানা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী রনি, সহকারী প্রকৌশলী মোরসালিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা ফায়ার সার্ভিস ও প্রশাসনের অন্যান্য সদস্যরা।
বিআলো/তুরাগ