নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুহেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের একটি গ্রামে। নিহত সুহেল মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম উদুর রহমান (উবায়েদুর)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুহেল মিয়া পুকুরে গোসল করে ভেজা কাপড়ে ঘরে ফেরেন। এ সময় ঘরের ভেতরে চার্জে সংযুক্ত অবস্থায় থাকা অটোবাইকের পাশে থাকা দুই মাস বয়সী নাতি সামিউলকে দেখতে পেয়ে কোলে নিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা যথাযথভাবে যাচাই-বাছাই করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।”
বিআলো/তুরাগ