মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি: ইলিয়াস কাঞ্চনের শোক ও সতর্কবার্তা
জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, প্রতিটি প্রাণই অমূল্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
লন্ডন থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। যারা এই ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে শোকের সাগরে না ভাসায়, সেই প্রার্থনাই করছি।”
ইলিয়াস কাঞ্চন এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “আজকের বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো, যেন দ্রুত ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।”
তিনি আরও বলেন, “জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি প্রাণই অমূল্য। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”
শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
বিআলো/তুরাগ