শহীদ জিয়ার মাজারে সংযুক্ত আরব আমিরাত বিএনপির শ্রদ্ধাঞ্জলি
স্বদেশ প্রত্যাবর্তনের পর জাকির হোসেনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল
মোশাররফ হোসেন: দীর্ঘদিন প্রবাসজীবনে রাজনৈতিক নির্বাসনে থাকার পর স্বদেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। তাঁর এই আবেগঘন প্রত্যাবর্তনের বিশেষ উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার, আমিরাত বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহে আলম, আবুধাবি মহানগর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন এবং জিয়া পরিষদ আমিরাতের সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সদস্য আবুল বশর, সাহাদাত হোসেন সুমন, ফরিদ আজমেদ শাহিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিরাত বিএনপির সদস্য সাহেদ আহমেদ রাসেল ও নূর হুসেন সুমন। শ্রমিক দল নেতা তরিকুল ইসলামও এই আয়োজনে সক্রিয় ভূমিকা রাখেন।
জাকির হোসেনের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এ আয়োজনটি ছিল অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। এটি শুধু ব্যক্তি জাকির হোসেনের জন্য নয়, বরং প্রবাসী বিএনপি নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের নতুন অধ্যায়ের সূচনাও বটে।
বিআলো/তুরাগ