চট্টগ্রামে সন্ত্রাসীদের আস্তানায় র্যাব-পুলিশের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১০
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতভর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বোরহান উদ্দিন, শাস্ত্র মজুমদার, আল আমিন, মো. মারুফ, মিজানুর রহমান, রোকন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত এবং মো. ফরহাদ।
অভিযানে শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, চাইনিজ কুড়াল, ইলেকট্রিক শক মেশিন, দেশি তৈরি চোলাইমদ, গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেফতারদের অনেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তারা এলাকাভিত্তিক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
র্যাব-৭ ও পুলিশ জানায়, সোমবার বিকেলে এলাকার পরিচিত সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইস্যা) তার সহযোগীদের নিয়ে ফরিদার পাড়ায় সশস্ত্র শোডাউন দেয়। এসময় তারা প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি ছোড়ে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে র্যাব ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাতেই র্যাব-পুলিশের যৌথ বাহিনী এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে। অভিযানে কেউ গুলিবিদ্ধ না হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বিআলো/এফএইচএস