বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদে বিশেষ দোয়া
মনিরুল ইসলাম মনির: উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর জেলা কালেক্টরেট জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দোয়া অনুষ্ঠানে বলেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত।”
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, এনডিসি তামশীদ ইরাম খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় মুসল্লিবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা সমির উদ্দিন। মিলাদ পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুফতি মুহাম্মদ জামাল হোসাইন এবং মুয়াজ্জিন হাফেজ সাইদুজ্জামান।
এই প্রার্থনা সভা ছিল একান্তভাবেই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশের একটি গভীর ও মানবিক উদ্যোগ।
বিআলো/তুরাগ