মাইলস্টোনে দোয়া মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবা নিহত, দুই মেয়ে আহত
নিজস্ব প্রতিবেদক: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা। একই দুর্ঘটনায় তার দুই স্কুলপড়ুয়া কন্যাও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। আহত দুই মেয়ে মাহিমা ও তনিমা ন্যাশনাল মেরিট একাডেমির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট একাডেমির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেখানে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। নয়নপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই নিহত হন মাসুদ রানা। তার দুই মেয়ে গুরুতর আহত অবস্থায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ন্যাশনাল মেরিট একাডেমির পরিচালক মো. সাহাবউদ্দিন ফরাজী বলেন, আমাদের স্কুলের দুই শিক্ষার্থী দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিল। পথেই এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। আমরা স্কুলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করছি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং বহু মানুষ আহত হন। নিহত ও আহতদের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
বিআলো/এফএইচএস