টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেলেন আসিফ নজরুল ও রফিকুল আবরার
মাইলস্টোন স্কুল থেকে উপদেষ্টাদের ‘পুলিশ প্রহরায়’ নিরাপদে সরিয়ে নেওয়া হলো
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে টানা নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের প্রহরায় নিরাপদে স্থান ত্যাগ করেছেন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টায় পুলিশের নিরাপত্তায় একটি গাড়িবহরে করে তারা প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। পরে মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে বহরটি ঘটনাস্থল ত্যাগ করে।
জানা গেছে, সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে উপদেষ্টারা মাইলস্টোন কলেজে আসেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উপদেষ্টাদের কাছে যান এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ তা মেনে নেওয়ার ঘোষণা দেয়।
তবুও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ চত্বরে অবস্থান করে উপদেষ্টাদের বের হতে বাধা দেয়, ফলে তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপদেষ্টারা ঘটনাস্থলে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও তারা অবরোধ অব্যাহত রাখে। পরে আমরা আলোচনা ও প্রহরার মাধ্যমে তাদের নিরাপদে সরিয়ে আনি।
তিনি জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হন বলে জানায় আইএসপিআর।
এ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
বিআলো/এফএইচএস