• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিল না পেয়ে রাজশাহীতে উন্নয়ন কাজ বন্ধ ঘোষণা, দুর্ভোগে নগরবাসী 

     dailybangla 
    23rd Jul 2025 4:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বকেয়া বিল না পাওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঠিকাদাররা। গত ২০ জুলাই নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তারা। আজ সকাল থেকে বাস্তবে সব ধরনের উন্নয়নকাজ বন্ধ রয়েছে।

    রাজশাহী ঠিকাদার সমিতির সভাপতি তরিকুল ইসলাম স্বপন বলেন, সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ গত আড়াই মাস ধরে প্রায় ২৫০টি বিল সংক্রান্ত ফাইল টেবিলে ফেলে রেখেছেন। এতে ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি পর্যন্ত পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, ২০ জুলাই আমরা সংবাদ সম্মেলন করে বিল ছাড়ের জন্য আহ্বান জানাই। কিন্তু কর্তৃপক্ষ আমাদের ডাকা তো দূরের কথা, কোনো যোগাযোগও করেননি। আলোচনা না হলে এই কাজ আর শুরু হবে না।

    ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, আড়াই মাস ধরে কোনো বিল ছাড় না হওয়ায় জনগণই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে।

    এ বিষয়ে রাসিক সচিব রুমানা আফরোজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

    তবে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জানান, “কাজ বন্ধ করার কোনো সুযোগ নেই। আমরা তাদের কাজ বন্ধ রাখার বিষয়টি শুনেছি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

    এদিকে চলমান এ অবস্থায় রাজশাহীর বিভিন্ন এলাকায় সড়ক, ড্রেনেজ এবং অবকাঠামো উন্নয়ন কাজ থমকে যাওয়ায় নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031