উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল
মুশফিকুর রহমান,কয়রা (খুলনা): আওয়ামী লীগের উসকানিমূলক সামাজিক ও রাজনৈতিক তৎপরতা, ছাত্রসমাজের কণ্ঠরোধ এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কয়রায় রাজপথে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত মঙ্গলবার সকাল ১১টায় কপোতাক্ষ কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী। রাজপথ মুখর হয়ে ওঠে স্লোগানে—‘স্বৈরতন্ত্র নিপাত যাক’, ‘ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না’।সমাবেশে প্রধান বক্তা আবদুল্লাহ আল গালিব, কয়রা উপজেলা শাখার সদস্য সচিব, বলেন“আওয়ামী লীগ গুজব, দমন-পীড়ন আর দুর্নীতির মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করছে। ছাত্রসমাজকে স্তব্ধ করার চেষ্টা চলছে, কিন্তু আমরা সেই চুপ করে থাকা প্রজন্ম নই। ইতিহাস সাক্ষী—প্রতিটি স্বৈরাচার পতনের প্রথম ধাক্কা দিয়েছে ছাত্ররাই। আমরাও প্রস্তুত।” তিনি আরও বলেন—“আমাদের আন্দোলন চলবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে।” সংগঠনের মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিআলো/ইমরান